নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ জঙ্গলমহলের পুরনো কর্মীদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সারতে মঙ্গলবার শালবনীর ভাদুতলায় উপস্থিত হলেন, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতা রবিন দেব। সঙ্গে ছিলেন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। এদিন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের শালবনী ব্লক কমিটির সম্মেলন ছিল। সম্মেলন সভাতে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য কিভাবে সংঘটিত হতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেন রবিন দেব থেকে সুশান্ত ঘোষ সকলে। ভয় কাটিয়ে মাঠে পুরোদমে নামার জন্য উৎসাহ দেন নেতারা। সম্মেলন শেষে সুশান্ত ঘোষ বলেন, "পুলিশের সঙ্গে শাসক দলের চরম সখ্যতা। যার জন্য তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে দেখা যায় পুলিশ অফিসারদের। এই পুলিশ যদি শাসকদলের পাশ থেকে সরে যায়, তাহলে ২৪ ঘন্টার মধ্যেই দলটা শেষ হয়ে যাবে, পতাকা ধরার একটা লোকও পাওয়া যাবে না। এই দলটা একটা সমাজ বিরোধীদের দল। যে কারণে বোমা বন্দুকে প্রতিদিনই কেউ না কেউ উড়ে যাচ্ছে। আর দোষ দিচ্ছে সিপিআইএমকে। কিন্তু ওরাই তো বলেছিল সিপিআইএম এখন শূন্য। তাই ওদের বিরুদ্ধেই আমাদের কর্মীদের সংগঠিত করার কাজ শুরু হয়েছে।" দীর্ঘ সময় পরে শালবনীর একসময়ের মাওবাদী অধ্যুষিত এলাকাতে বসে যাওয়া কর্মীদের উৎসাহ দিয়ে মাঠে নামানোর কাজ শুরু করা হয় এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে।