রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে মানবাধিকার পুরস্কার পেলেন হ্যারি–মেগান

author-image
Harmeet
New Update
রাজপরিবারের বর্ণবাদের তথ্য জানিয়ে মানবাধিকার পুরস্কার পেলেন হ্যারি–মেগান

নিজস্ব সংবাদদাতাঃ সম্মানজনক রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ব্রিটিশ রাজপরিবারের জৌলুশপূর্ণ জীবনের আড়ালে নারীদের অবর্ণনীয় কষ্ট ও বর্ণবাদের কথা প্রকাশ করায় তাঁরা এই পুরস্কার পেয়েছেন। আগামী ৬ ডিসেম্বর নিউইয়র্কে এই দম্পতির পুরস্কার গ্রহণ করার কথা রয়েছে। হ্যারি-মেগানের পুরস্কার প্রাপ্তির বিষয়ে মানবাধিকারকর্মী ক্যানি কেনেডি বলেন, 'ব্রিটিশ রাজপরিবারের বর্ণবাদের গল্প পৃথিবীর সামনে প্রকাশ করায় হ্যারি-মেগানকে সম্মানজনক মানবাধিকার পুরস্কার দেওয়া হচ্ছে। হ্যারি ও মেগান যুক্তরাজ্যের ইতিহাসে পুরোনো একটি প্রতিষ্ঠান ছেড়ে এসেছেন। তাঁরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, রাজপরিবার যুগের পর যুগ ধরে ভুল কাজ করে এসেছে। তাঁরা কাঠামোগত বর্ণবাদের ভেতরে বসবাস করতে পারেন না। এমনকি তাঁরা তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল-বোঝাবুঝির মধ্যে বসবাস করতে পারেন না। তাঁদের যা করার, তাঁরা সেটাই করেছেন। বিশ্ববাসী রাজপরিবারের ভেতরের অন্ধকারের কথা জানতে পেরেছে।'