নিজস্ব সংবাদদাতাঃ গত ১০ দিনে ১২ জনের শিরচ্ছেদ করা হয়েছে। সৌদি আরবের এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে দাবি করা হয়, গত ১০ দিনে ১২ জনকে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাদক সংক্রান্ত বিষয়ে জড়িত থাকার অভিযোগে ওই ১২ জনের শিরচ্ছেদ করা হয় বলে খবর। রিপোর্ট অনুযায়ী, মাদক সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত থাকায় ৩ পাকিস্তানি, ৪ জন সিরিয়ান, জর্ডনের ২ জন এবং সৌদির ৩ জনের মুণ্ডচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয়, সৌদি আরবে যে ১২ জনের মুণ্ডচ্ছে করা হয়েছে, তাঁদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তলোয়ার ব্যবহার করে। সৌদি আরবের এমন ভয়াবহ ছবি প্রকাশ্যে আসার পর শিউরে উঠতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব।