নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের জেরে এখনও অবধি মৃত্যু হয়েছে ১৬২ জনের। ভূমিকম্পে ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ প্রধান দ্বীপে ভবনগুলো ধসে পড়েছে, এতে কমপক্ষে ১৬২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।
৫.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার সিয়াঞ্জুর। এবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, 'ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হওয়ায় আমি শোকাহত। নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই শোকের মুহূর্তে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত।'