নিজস্ব সংবাদদাতা শীত পড়তেই কমে গেল শাকসবজির দাম। অনেক সস্তা শীতকালীন সবজি। সবজির দাম কমে যাওয়া মধ্যবিত্তের স্বস্তির কারণ হলেও মাথায় হাত পড়েছে কৃষকদের। তাঁরা বলছেন, ʼশ্রম দিয়ে মোটা টাকা খরচ করে চাষ করে লাভের মুখ দেখা যাচ্ছে না। জলের দরে উৎপাদিত ফসল বিক্রি করে দিতে হচ্ছে।ʼ বাজারে বড় সাইজের টাটকা বেগুন দাম কেজি প্রতি ১৫ টাকা, শিম ২৫ টাকা কেজি। ছোট সাইজের ফুলকপির দাম দশ টাকা পিস, বড় সাইজের ফুলকপি ৩০ টাকা জোড়া,টমেটোর দাম ৩০ টাকা কেজি, গাজর ৪০ টাকা কেজি, বাঁধাকপি ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে ক্যাপসিকাম, ওলকপি, বরবটি সবেরই।