ইউরোপে রুশ ডিজেল মজুতের হিড়িক

author-image
Harmeet
New Update
ইউরোপে রুশ ডিজেল মজুতের হিড়িক

নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর জারি করা নিষেধাজ্ঞা ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার আগেই রুশ ডিজেল মজুত করতে শুরু করেছেন ইউরোপীয় ব্যবসায়ীরা। জ্বালানির বিকল্প উৎস সীমিত থাকার কারণে এই পথে হাঁটছেন তারা। ৫ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার তেলজাত পণ্যের ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইউরোপ রুশ ডিজেলের ওপর ব্যাপক নির্ভরশীল। এর আগে ডিসেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেল কেনাতে নিষেধাজ্ঞা কার্যকর হবে। জ্বালানি বিশ্লেষক সংস্থা ভর্টেক্সা-এর সিনিয়র বাজার বিশ্লেষক পামেলা মুঙ্গার বলেছেন, আমস্টারডাম-রটেরডাম- অ্যান্টওয়ার্প (এআরএ অঞ্চল)গামী রুশ ডিজেলের চালান ১ থেকে ১২ নভেম্বর বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার বিপিডি। যা অক্টোবরের চেয়ে ১২৬ শতাংশ বেশি।