সিরিয়ায় ফের স্থল অভিযানের ইঙ্গিত তুরস্কের প্রেসিডেন্টের

author-image
Harmeet
New Update
সিরিয়ায় ফের স্থল অভিযানের ইঙ্গিত তুরস্কের প্রেসিডেন্টের

নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের কারকামিস জেলায় রকেট হামলায় শিশুসহ তিন জন নিহতের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে এ অঞ্চলের পরিস্থিতি। সোমবারের এই হামলার জন্য উত্তর সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের দায়ী করছে আঙ্কারা। এ ঘটনায় সিরিয়ায় ফের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এরদোয়ান বলেছেন, সোমবারের ওই রকেট হামলার পর সিরিয়ায় বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থল অভিযান শুরুর কথা ভাবা হচ্ছে। এরদোয়ান বলেন, 'এই অপারেশন শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকার কোনও কারণ নেই।' অভিযানে তুরস্কের সেনাবাহিনী কোন মাত্রার শক্তি ব্যবহার করবে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।