দিগবিজয় মাহালী: ভোটার লিস্ট তৈরিতে যারা ফাঁকি দেবে তারা কোন পদে থাকতে পারবে না", অঞ্চল সভাপতিদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী মানস ভূঁইয়ার। সামনে পঞ্চায়েত নির্বাচন তাই প্রতিটি রাজনৈতিক দল নিজের সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই মাঠে নেমে পড়েছেন। নির্বাচন যতই কাছে আসছে নেতা-নেত্রীদের বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে।এবার ভোটার লিস্ট তৈরি ও সংশোধন নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতিদের কড়া হুঁশিয়ারি দিতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা সবং বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস ভূঁইয়াকে। সোমবার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ সভাপতি ও বি.এল.এ প্রশিক্ষণ ও কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত,মন্ত্রী মানস ভুঁইয়া,প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভুঁইয়া,সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, স্বপন মাইতি,নিশিকান্ত কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন",আমার কাছে খবর আছে বেশ কিছু বুথে আমাদের বি.এল.এ-রা যাচ্ছে না। আমি বিডিওর কাছে প্রতিদিনই এই খবর সংগ্রহ করি। ১৩ টি অঞ্চলের সভাপতিতের সাবধান করছি। যদি কাজ করার ইচ্ছে না থাকে বলে দিন তাহলে আমরা ডেপুট করে দেবো আর একটা লোক ভোটার লিস্ট তৈরি করার জন্য। ভোটার লিস্ট গুলো নির্বাচনের বীজ মন্ত্র এখানে যে ফাঁকি দেবে সে কোন পদে থাকতে পারবে না। এটা পরিষ্কারভাবে ঘোষণা করে দিচ্ছি। ভোটার লিস্টে যে ফাঁকি দেবে সে আমাদের দলের পাত্র নয়", এটাই আমাদের নেত্রীর নির্দেশ।