দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সামনে একটি কর্মীসভায় রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় দুশো জন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা।এদিন বিকেলে সবংয়ের দলীয় কার্যালয়ের কর্মীসভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আশীষ হুদাইত,সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম সহ অনান্যরা। আর এই সভাতেই যোগ দেন বিরোধী দলের কর্মীরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া।