নিজস্ব সংবাদদাতা : পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আন্দামান ও নিকোবরের শ্রম কমিশনার আর এল ঋষিকে সোমবার ২১ বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।দুপুর ১টার দিকে চেন্নাই থেকে বিমানে উড়ে এলে ঋষিকে হেফাজতে নেয় আন্দামান ও নিকোবর পুলিশ।
এখনও পর্যন্ত, এই মামলায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আন্দামান ও নিকোবরের প্রাক্তন মুখ্য সচিব জিতেন্দ্র নারায়ণ এবং পোর্ট ব্লেয়ার-ভিত্তিক ব্যবসায়ী সন্দীপ সিং ওরফে রিঙ্কু।