নিজস্ব সংবাদদাতা : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিশানায় রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী বলেন, 'যারা ক্ষমতা থেকে ছিঁটকে পড়েছে তারা ক্ষমতায় ফিরে আসার জন্য যাত্রা করছে। তারা এটা করতে পারে কিন্তু তারা তাদের সাথে হাঁটছে যারা ৪০ বছর ধরে নর্মদা বাঁধ প্রকল্প আটকে রেখেছে।' গুজরাটের সুরেন্দ্রনগর শহরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, 'গুজরাট দেশের ৮০ শতাংশ লবণ উৎপাদন করে। কিছু লোক রাজ্যে তৈরি লবণ খেয়েও গুজরাটকে গালি দেয়।'
প্রসঙ্গত,নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর সম্প্রতি মহারাষ্ট্রে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার কথা উল্লেখ করে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, নির্বাচনের সময় উন্নয়নের কথা বলার পরিবর্তে বিরোধী কংগ্রেস বলছে যে তারা তাকে তার "আউকাত" (মর্যাদা) দেখাবে। শেষে প্রধানমন্ত্রী বলেন, মোদীর কোনো মর্যাদা নেই, তিনি জনগণের সেবক।