নিজস্ব সংবাদদাতা : হাইকোর্টের নির্দেশের পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই।গ্রুপ সি, গ্রুপ ডি-র ২০ জন চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপককে সোমবার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। বেশ কয়েকজন ইতিমধ্যেই পৌঁছেছেন নিজাম প্যালেসে।
সিবিআই সূত্রে খবর, এদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আনতে বলা হয়েছে। চাকরি প্রাপকদের ক্ষেত্রে নিয়োগপত্র, সুপারিশপত্র থাকলে তার নথিও চেয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় আজই মুর্শিদাবাদের ২৫ জন স্কুল পরিদর্শককেও তলব করা হয়েছে। তাদের কাছেও নিয়োগ নথি চাওয়া হয়েছে।