নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নিকোপোল জেলার চারটি সম্প্রদায় রাশিয়ার আর্টিলারিতে আগুনের কবলে পড়ে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো রবিবার জানিয়েছেন, "কমপক্ষে ৪০ টি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে।" তিনি আরও বলেন, 'চেরভোনোহরিভকা, মাইরোভ, মারগানেটস এবং নিকোপোল সকলেই ভারী আর্টিলারি দ্বারা আক্রান্ত এবং আবাসিক ভবন, যানবাহন এবং গ্যাস ও বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে।'