নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য চাপ দিচ্ছে। তবে এটি হবে এমন একটি পদক্ষেপ যা আত্মসমর্পণের শামিল। রবিবার এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। মিখাইল পোডোলিয়াক বলেন, 'রাশিয়ার সঙ্গে আলোচনার অর্থ হবে, নিজের ভূখণ্ড পুনরুদ্ধারকারী দেশকে তাদের কাছে আত্মসমর্পণ করা যাদের সে হারিয়েছে।’ রাশিয়া কিয়েভকে শান্তি আলোচনার জন্য কোনও প্রত্যক্ষ প্রস্তাব দেয়নি বলেও জানান জেলেনস্কির উপদেষ্টা।