New Update
নিজস্ব প্রতিনিধি, কেশিয়াড়ি : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ঘাঁটিকে আরো শক্ত করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের নছিপুর গ্রামে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে ছিলেন রাজ্য নেতা কুনাল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লকের বিধায়ক সূর্য ভট্ট, জেলা তৃণমূলের নেতা অজিত মাইতি সহ বিভিন্ন নেতা নেত্রী ও সমর্থকরা।
এই সভা থেকে কুনাল ঘোষ বলেন, 'সিবিআই, ইডি তোমরা যদি নিরপেক্ষ বলে থাকো তাহলে শিক্ষক নিয়োগে অবিলম্বে গ্রেফতার করো। জেলে বসে যা খুশি করবে, আগে দিলীপ ঘোষ বলেছে, গাড়ির সামনে পড়লে চাপা দিয়ে মারবো, কবে থেকে শুনে আসছি মুন্ডু নামিয়ে দেব। কমপক্ষে একটা করে দেখান। মুখে আর ভাষণ চলবে না। দার্জিলিং এর দিলীপ ঘোষ তো ভয়ে আর যায় না। দিলীপ ঘোষ, কাউকেই গাড়ি চাপা দিয়ে মারতে হবে না, তার আগে বিজেপির ব্রেকফেল হয়ে যাবে। বিজেপি কোন দিকে, দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি, তারা আগে নিজেরাই ঠিক করুক। আমরা মূলত উন্নয়ন এর কথা বলছি, এখন চলছে দুটো সরকার মূলত। একদিকে কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেল-কেরোসিন-ঔষধের দাম বাড়াচ্ছে আর ব্যাঙ্কে সুদের হার কমিয়ে দিয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী-রূপশ্রী-লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে ৫০ থেকে ৭০ টার বেশি প্রকল্প চালু করেছে।'
শুভেন্দু অধিকারের নামে সিবিআইয়ের এফআইআর নিয়ে কুনাল ঘোষ আরো বলেন, 'শুভেন্দু অধিকারী নাকি বিজেপির পয়সায় খেয়ে ঘেউ ঘেউ করছে। এই কেশিয়াড়ি ব্লক এ দুধ থেকে নানারকম জিনিস তৈরি হয় যা সারা বাংলায় বিক্রি হয়ে থাকে।'
bjp
india
bengal
keshiari
news
anmnews
bengalinews
latestnews
breakingnews
westmedinipur
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
kunalhghosh