নিজস্ব সংবাদদাতাঃ রোমেলু লুকাকু বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ এফ-এর শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত খেলবেন না, রবিবার দলের একটি সূত্র জানিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুনরুদ্ধার অব্যাহত থাকায় শুক্রবার কাতারে আসার পর এই ফরোয়ার্ড রেড ডেভিলসের প্রথম সঠিক প্রশিক্ষণ সেশনে অংশ নেননি। লুকাকু বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা যিনি ১০২ টি খেলায় ৬৮ টি গোল করেছেন।