হরি ঘোষ, অন্ডাল: অন্ডাল বাজারে এক বিশাল আকৃতির ষাঁড় সন্ত্রাস সৃষ্টি করেছে। বুধবার রাতে স্থানীয় এক যুবকের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। ষাঁড়ের আক্রমণের কারণে রাজু জয়সওয়াল নামে এক যুবক গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত যুবককে চিকিৎসার জন্য দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর ষাঁড়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় লোকদের মতে, এই ষাঁড়টি দিনরাত পুরো এলাকা ঘুরে বেড়ায়। এর আগেও ষাঁড়টি দু'জনকে আক্রমণ করেছিল, যার কারণে ওই দুজনই খুব গুরুতর আহত হয়েছিল। স্থানীয় মানুষ ভয় পাচ্ছে যে এই ষাঁড়টি আবার কোনও মানুষের উপর হামলা করতে পারে। এই সন্দেহে মানুষ প্রশাসনকে অনুরোধ করে, এই ভয়ংকর ষাঁড়টিকে এলাকা থেকে ধরে বনে ছেড়ে দিতে।