নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ ২০ দিনের লড়াইয়ের পর হাওড়ার একটি হাসপাতালে ঐন্দ্রিলা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে জানা যাচ্ছে, কেওড়াতলা শ্মশানে হবে ঐন্দ্রিলার শেষকৃত্য। ইতিমধ্যে হাসপাতাল থেকে বের করা হয়েছে অভিনেত্রীর দেহ। কুদঘাটের আবাসনের দিকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।