নিজস্ব সংবাদদাতা: ১৯ নভেম্বর সোম জেলা কারাগার থেকে ৯ জন বন্দী পালিয়ে গিয়েছে। তাদের ধরতে একটি অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে কারাগারের পক্ষ থেকে।
৯ জনের মধ্যে ২ জন দোষী সাব্যস্ত জেলবন্দী। বাকি ৭ জন বিচারাধীন বন্দী। জানা যাচ্ছে, লোহার দরজা এবং হাতকড়ার চেইন ভেঙে কারাগার থেকে পালিয়েছে তারা।