নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টটেনহ্যাম হটস্পার্স কিম মিন-জায়েকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে রয়েছে। এই ফুটবলারকে দলে নেওয়ার দৌড় ম্যানচেস্টার ইউনাইটেডও রয়েছে বলে মনে করা হচ্ছে। রেড ডেভিলদের পিছনে ফেলে আপাতত টটেনহ্যাম এগিয়ে রয়েছে বলে ফুটবল মহলের একাংশের অনুমান। যদিও ফুটবল মহলের অনেকের আবার ধারণা, আগামী মরসুমেও নাপোলিতে থাকবেন কিম মিন।