নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মাইনপুরিতে হতে চলেছে উপনির্বাচন। উপনির্বাচনের প্রচারের সময় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পিএসপি প্রধান শিবপাল যাদবের সঙ্গে দেখা করেন।
শিবপাল যাদবের পা স্পর্শ করে আশীর্বাদ নেন অখিলেশ যাদব। বিজেপিকে হারিয়ে মাইনপুরিতে শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী অখিলেশ যাদব এবং শিবপাল যাদব।