দুর্গাপুরে অভিনব কৌশলে ভোট বার্তা 'নির্বাচন কমিশনার ইন্ডিয়া'র

author-image
Harmeet
New Update
দুর্গাপুরে অভিনব কৌশলে ভোট বার্তা 'নির্বাচন কমিশনার ইন্ডিয়া'র



দুর্গাপুর: 'নির্বাচন কমিশনার ইন্ডিয়া'র পক্ষ থেকে "কোনো ভোটার পিছিয়ে থাকবেন না" বার্তা দিয়ে রবিবার শতাধিক খেলোয়াড়দের নিয়ে সাইকেল চালিয়ে প্রচার শুরু করা হলো দুর্গাপুরে। দুর্গাপুর নির্বাচন কমিশনারের উদ্যোগে রাজীব গান্ধী ময়দান থেকে অনুষ্ঠানের শুভসূচনা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মূখ্য নির্বাচন আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় ( মহকুমাশাসক) সহ একাধিক সরকারি আধিকারিকরা। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ জন খেলোয়াড় অংশ নেন এদিনের কর্মসূচিতে। তারা সাইকেল চালিয়ে নিজেদের এলাকার বুথ গুলিতে ভোটারদের নানান বিষয়ে জ্ঞান দান করবেন। রাজীব গান্ধী ময়দানের স্থায়ী মঞ্চ থেকে এদিনের কর্মসূচির শুভসূচনা হয়। অনুষ্ঠানে মূখ্য নির্বাচন আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় নিজে সাইকেল চালিয়ে কর্মসূচির শুভসূচনা করেন। এছাড়াও মঞ্চ থেকে সমস্ত খেলোয়াড়দের নির্বাচন ও ভোটার কার্ডের বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করেন মূখ্য নির্বাচন আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়। সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনারের এই উদ্যোগ খুব ভালোভাবে সারা পেয়েছে দুর্গাপুরে। খেলোয়াড় ও পড়ুয়াদের নিয়ে এই অভিনব প্রচার দুর্গাপুরে এই প্রথম বলে অনুমান করা হচ্ছে"।