নিউজ ডেস্ক, ডেবরা: বিধায়ক কার্যালয়ে ডেকে ডঃ হুমায়ুন কবীরের বিরুদ্ধে অপমান করার অভিযোগ তুললেন ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক মিদ্যা। তার অভিযোগ, কদিন আগে বিধায়ক কার্যালয়ে কর্মীদের সঙ্গে নিয়ে তাকে ডাকেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, "বিধায়ক আমাকে ডেকে কার্যালয়ে অপমান করেছেন। উনি বলেছেন কার্তিক মিদ্যাকে পার্টি থেকে বের করে দেওয়া হোক। উনি আমাকে পার্টি থেকে বের করে দেওয়ার কে? লোকসভা ভোটের আগে, ২০২১ এর আগে উনি কোথায় ছিলেন? আমি চাই উনি সবাইকে নিয়ে চলুক। উনি সংগঠনটা বুঝুক ভালো করে। আমি যুব করি, তাই অঞ্চলে কাজ করার জন্য ফোনের মাধ্যমে কিছু টাকা চেয়েছিলাম। সেটা নিয়েও উনি আমাকে কথা শুনিয়েছেন। আমার নামে প্রচন্ড মিথ্যা কথা বলছেন বিধায়ক সাহেব। আমার দলের প্রতি ক্ষোভ নেই। ক্ষোভ বিধায়ক হুমায়ুন কবীরের ওপর"। কদিন আগেই সংবাদ মাধ্যমে এই ক্ষোভ উগরে দেন ৩ নং সত্যপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক মিদ্যা। যদিও এই বক্তব্য নিয়ে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর কিছু মন্তব্য করেননি।