সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ভারতীয় দলের হয়ে বাংলাদেশের মাটিতে খেলবে প্রতিবন্ধী সুরজিৎ টিকাদার। শিলিগুড়ির শান্তি পাড়ার নিবাসী সুরজিৎকে হার মানাতে পারেনি প্রতিবন্ধকতা। পিতা ১০০ দিনের কাজ করে সংসার প্রতিপালন করে।জন্ম লগ্ন থেকেই সুরজিতের বাঁ হাত নেই। এক হাত দিয়েই ক্রিকেট খেলে বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছে সে। রাজ্য স্তরে খেলেও সুনাম অর্জন করেছে এই প্রতিবন্ধী খেলোয়াড়।
এই মুহূর্তে সুরজিতের বাধা হয়ে দাঁড়িয়েছে দরিদ্রতা। বাংলাদেশে যাওয়ার মতো ভিসা করার টাকা নেই পরিবারের কাছে।এই খবর শোনা মাত্রই এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামী। প্রতিবন্ধী এই খেলোয়াড়কে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশে যাওয়ার সমস্ত ব্যাবস্থা করে দেন তিনি।