তৃণমূলের ব্লকে জায়গা পেল শান্তি ও প্রদীপ

author-image
Harmeet
New Update
তৃণমূলের ব্লকে জায়গা পেল শান্তি ও প্রদীপ

দিগবিজয় মাহালীঃ  ডেবরা ব্লকের এস টি সেলের সভানেত্রী করা হল শান্তি টুডুকে।ব্লকের সহ সভাপতির জায়গা পেল প্রদীপ কর।আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধায়ক কার্যালয়ে এমনটাই ঘোষণা করলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জী।পাশাপাশি অঞ্চল  ব্লক কমিটিতে যাদের নেওয়া হয়েছে তাদের নামও এদিন ঘোষণা করা হয় ।বিধায়ককে সঙ্গে নিয়েই নাম গুলিকে ঘোষণা  করেন ব্লক সভাপতি বিবেকানন্দ মুখার্জী।পাশাপাশি ব্লক কমিটিতে স্থান দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুন বিবির স্বামী মহঃ আলিকে।স্থান দেওয়া হয়েছে তারক ঘোষ,অলোক বেরা,দুলাল কুইতির মতো শীর্ষস্থানীয় নেতাদের।