"পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দিয়ে গ্রেফতার তিন কলেজ পড়ুয়া

author-image
Harmeet
New Update
"পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দিয়ে গ্রেফতার তিন কলেজ পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরু পুলিশ নিউ হরাইজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের তিন পড়ুয়াকে গ্রেফতার করেছে "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান তোলার পর। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তিন পড়ুয়াকে সাসপেন্ড করে। তবে, পরে ধৃতদের জামিনে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে পুলিশের মত, পড়ুয়ারা ইচ্ছাকৃত ঘটনাটি ঘটায়নি।

গত ২৫-২৫ নভেম্বর আন্তঃকলেজ ফেস্টের আয়োজনের প্রস্তুতি চলছিল কলেজে। তখন কিছু ছাত্রকে তাদের প্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দল এবং দেশের নাম উচ্চারণ করতে দেখা গেছে। এদেরমধ্যে ১৭-১৮ বছরের তিন পড়ুয়া আরিয়ান, দিনাকর এবং রিয়া হঠাৎ করেই "পাকিস্তান জিন্দাবাদ" বলে চিৎকার করে ওঠে। অপর আর এক ছাত্র ঘটনার ভিডিও করে।উস্কানির জন্য মারাঠাহল্লি থানায় তিন পড়ুয়ার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে, অশান্তি সৃষ্টি করার এবং জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে।শিক্ষার্থীদের অভিভাবকদের কলেজ প্রশাসন ডেকে জানায় যে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।