হরি ঘোষ, অন্ডাল : শনিবার অন্ডালের মুকুন্দপুর ইস্ট কোলিয়ারিতে আয়োজিত হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও কেকেএসসির একটি সভা। এই সভায় উপস্থিত ছিলেন জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং। এদিনের এই সভায় তৃণমূল বিধায়ক কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে কথা বলেন।
তিনি বলেন, কিভাবে কেন্দ্রীয় সরকার ইসিএল এর মতো একটি সংস্থাকে ধীরে ধীরে বেসরকারীকরণের পথে ঠেলে দিচ্ছে। সড়ক কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তৃণমূলের শ্রমিক সংগঠন। দিনের এই সভা থেকে জামুরিয়ার বিধায়কের হাত ধরে কুলিয়ার অন্য শ্রমিক সংগঠন এইচএমএস থেকে প্রায় ৫০ জন ইসিএল কর্মী তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসি, আইএনটিটিউসিতে যোগদান করলো।