আন্তর্জাতিক পুরুষ দিবসে অল বেঙ্গল মেন'স ফোরামের বিশেষ বার্তা

author-image
Harmeet
New Update
আন্তর্জাতিক পুরুষ দিবসে অল বেঙ্গল মেন'স ফোরামের বিশেষ বার্তা


নিজস্ব প্রতিনিধিঃ
একজন পুরুষের জীবনে একজন মহিলার যেমন বড় ভূমিকা থাকে ঠিক তেমনই এক মহিলা ও সমাজেও একজন পুরুষের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয়। ১৯৯২ সালের ফেব্রুয়ারী মাসে টমাস ওস্টার দ্বারা শুরু হয়েছিল।  




আজকের এই বিশেষ দিন সম্পর্কে এএনএম নিউজের প্রতিনিধিকে অল বেঙ্গল মেন'স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য জানান, 'মহিলাদের পাশাপাশি রোজই হল পুরুষেরও দিন। গোটা বিশ্বজুড়ে যেমন মহিলা দিবস পালন করা হয়, আমি চাইব পুরুষ দিবসটাও তেমনভাবে পালন করা হোক। একটা সামাজিক বার্তা পৌঁছাক সকলের কাছে। একজন পুরুষ যেমন কোনও প্রিয়জন সে নিজের মেয়ে হোক, স্ত্রী হোক, বোন হোক বা মা হোক, তাঁদের স্পেশাল ফিল করানোর জন্য যেমন ডিনারে নিয়ে যায় বা একটি ফুল দেয়, কোনও বিশেষ উপহার দেয়, একজন পুরুষরেও তেমনই কাম্য। এভাবেই পুরুষদেরও নিয়ে সমাজের প্রতিটি কোনায় আলোচনা হবে।'