জঙ্গলমহলে জাঠা পদযাত্রার আয়োজন বামেদের

author-image
Harmeet
New Update
জঙ্গলমহলে জাঠা পদযাত্রার আয়োজন বামেদের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : জঙ্গলমহলে একসময়ের মাওবাদী অধ্যুষিত এলাকা গুলোতে লালঝান্ডা হাতে পায়ে পা মেলালো বহু মহিলা, পুরুষ।মাওবাদীদের হাতে সবচেয়ে বেশি খুন হয়েছিলো ঝাড়গ্রামের শিলদা, বিনপুর, রামগড় এলাকায়। পালুইডাঙায় মাওবাদীরা প্রথম পুলিশের অস্ত্র ছিনতাই করে। এরপর এই সমস্ত এলাকা তৃনমূলের দখলে চলে যায়। গতবার পঞ্চায়েত এবং লোকসভা ভোটে আবার বিজেপির আধিক্যও হয়েছিল এই সমস্ত এলাকায়। কিন্তু জঙ্গলমহলে ফের কিছুটা ফিরতে শুরু করেছে লাল ঝান্ডা।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বেলপাহাড়ি এসেছিলেন। ফেরার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন। শনিবার সেই বিনপুর ২ ব্লকের শিলদাবিনপুর ১ নং ব্লকের আঁধারিয়া,পালুইডাঙা, এবং রামগড় এলাকায় জাঠা পদযাত্রার আায়জন করে সিপিএম। প্রতিটা জায়গায় তারা সকাল থেকে পদযাত্রা শুরু করে গ্রামে গ্রামে ঘুরতে থাকে।


একসময় মাওবাদীদের আঁতুড় ঘর এবং বর্তমানে তৃনমূলের শক্ত ঘাঁটি এই সমস্ত এলাকায় সিপিএমের মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, ১০০ দিনের কাজে টাকা না পাওয়া সহ একাধিক দাবিতে শনিবার সিপিএম জাঠার আয়োজন করে।