ব্যাংককে কমলা-শি বৈঠক, চীনকে খোলাখুলি আলোচনার আহ্বান

author-image
Harmeet
New Update
ব্যাংককে কমলা-শি বৈঠক, চীনকে খোলাখুলি আলোচনার আহ্বান

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনকে খোলাখুলি যোগাযোগের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার থাইল্যান্ডের ব্যাংককে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি এ আহ্বান জানিয়েছেন। ব্যাংককে এপেক সম্মেলন শেষে শি'র সঙ্গে বৈঠক করেন কমলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের কয়েক দিনের মাথায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং চীনা প্রেসিডেন্টের আলাপ হল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোটের (এপেক) সম্মেলন চলার সময় কমলা হ্যারিস চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। এক কর্মকর্তা বলেন, 'শি জিনপিংয়ের সঙ্গে আলাপের সময় বাইডেনের বক্তব্যকে প্রতিধ্বনিত করেছেন কমলা হ্যারিস।' তিনি বলেছেন, ‘দেশগুলোর মধ্যে প্রতিযোগিতাকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবস্থাপনার জন্য আমাদের অবশ্যই খোলাখুলি আলোচনার সুযোগ রাখতে হবে।’