নিজস্ব সংবাদদাতা: শনিবার আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ রয়েছে জন বার্লার বিরুদ্ধে। এই মামলায় গত মঙ্গলবার আদালতে হাজিরা দিতে বলা হলে হাজিরা দেননি মন্ত্রী বা তার আইনজীবী। সেই প্রেক্ষিতে, ১৫ নভেম্বর তুফানগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারপরেই হাজিরা দেওয়ার ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করে আত্মসমর্পণ করেছেন জন বার্লা।