নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামইহাল শুক্রবার জানান, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেকই রাশিয়ার হামলায় অকেজো হয়ে পড়েছে। তিনি আরও বলেন, 'গত ১৫ নভেম্বর ইউক্রেনের শহরগুলোতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।’ তিনি জানান ইউক্রেন ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে অতিরিক্ত সহায়তার আহ্বান জানিয়েছে।