চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

author-image
Harmeet
New Update
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘাটালের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘাটাল থানায় লিখিত অভিযোগ মৃত শিশুর পরিবারের সদস্যদের। তাদের দাবি, জ্বর নিয়ে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ শিশুটিকে ঘাটালের কুশপাতার নিরাময় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। প্রায় সুস্থ হয়ে উঠেছিল শিশুটি, কিন্তু শুক্রবার সকালে নার্সিংহোমের এক নার্স শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পরেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরে শিশুটি মারা যায় বলে নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়ে দেয়। আর এতেই ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিজনেরা।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিরামপুরের বাসিন্দা সঞ্জয় লাগা কয়েকদিন আগে তার তিন বছর ছয় মাসের কন্যা সন্তান মৌমন লাগাকে ভর্তি করে ঘাটালের নিরাময় নার্সিংহোমে। শিশুর পরিজনদের দাবি, জ্বর হওয়ার জন্য শিশুকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। শিশুটি সুস্থও হয়ে উঠছিল কিন্তু এদিন সকাল নাগাদ চিকিৎসকেরা জানায় সুস্থ আছে তারপর হঠাৎ করে নার্সিংহোমের নার্স একটি ইনজেকশন দেওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরেই শিশু মৃত্যু হয় বলে জানিয়েছে নার্সিংহোম। অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও ভুল ইনজেকশন দেওয়ার পরে এই ঘটনা ঘটেছে।যদিও নার্সিংহোম এর পক্ষ থেকে কল্পতর রায় চৌধুরী জানিয়েছেন, চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। ঘটনায় নার্সিংহোমে উত্তেজনার সৃষ্টি হলে ঘাটাল থানার পুলিশ গিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে,উত্তেজনা প্রশমিত করে।