শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

author-image
New Update
শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: একগুচ্ছ পরিষেবার দাবি নিয়ে শিলিগুড়ির পৌরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলো জেলা বিজেপি নেতৃত্ব। পৌরনিগমের পক্ষ থেকে যেন সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়া হয় এই দাবি নিয়ে বৃহষ্পতিবার দার্জিলিং জেলা ভারতীয় জনতা পার্টির ৪ এবং ৬ মন্ডলের পক্ষ থেকে পৌরনিগমের ৪ নম্বর বরো অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের অভিযোগ, নির্বাচনের পর যখন থেকে পৌরনিগমে নতুন প্রশাসক মন্ডলী নিয়োগ করা হয়েছে তারপর কোনো ওয়ার্ডে কোনো কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়নি, যার ফলে সাধারণ মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি তাদের দাবি পৌরনিগমের নিজস্ব ফান্ড থেকে যে সমস্ত ভাতা দেওয়া হয় তা সাধারণ মানুষ পাচ্ছে না। তাই তাদের দাবি, অবিলম্বে সাধারণ মানুষের এই সমস্যার সমাধান করা হোক।