New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডাকাতি করতে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিংয়ে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়লো ডাকাত দল।বৃহস্পতিবার গভীর রাতে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ রাজ্য সড়কের উপর নাকা চেকিং করার সময় চার যুবকের পথ আটকায় ।ধৃত চার যুবক মালদা ও মুর্শিদাবাদের বাসিন্দা।
ধৃতরা হল সাদিকুল শেখ, তাজিমুদ্দিন সেখ, মম্হদ সুলতাল আলি, আকবর সেখ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ নাকা চেকিং করার সময় একটি চার চাকার গাড়িতে চার জনকে দেখে সন্দেহ করে। তারপর তাদের পথ আটকে তল্লাশি করতেই উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক, লোহা কাটার যন্ত্র ও লোহার ধারালো অস্ত্র। চারজনকেই আটক করে রামজীবনপুর ফাঁড়ি নিয়ে যায় পুলিশ।ডাকাতির উদ্দেশ্য বেরিয়েছিল ওই চার যুবক, এমনটাই পুলিশি জেরায় উঠে আসে। শুক্রবার ধৃত চারজনকেই তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে।
latestnews
police
bengalinews
breakingnews
importantnews
chanftakona
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
arms
westmidnapur
anmnews
dakoity
ramjibanpur
news
bengal
india