New Update
হরি ঘোষ, দুর্গাপুর : একের পর এক কৃষি জমি, ভুল তথ্য দিয়ে দখল করে নিচ্ছে প্রোমোটাররা, এমনকি প্রোমোটারি রাজের থাবা থেকে রেহাই মিলছে না খোদ গ্রামের একটি শ্মশানের। মাস তিনেক আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমকে লিখিত অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কাজ হয়নি বলে অভিযোগ।প্রশাসনিক উদাসীনতায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে এবার দুর্গাপুর নগর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকার বাসিন্দারা।
তারা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে কৃষি জমির ওপর অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে, নচেৎ বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।দীর্ঘদিনের উপেক্ষিত দাবিকে সামনে রেখে শুক্রবার সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অফিসের সামনে বিক্ষোভে সমিল হন গোপালমাঠ এলাকার বাসিন্দারা।ক্ষতিগ্রস্ত জমির মালিক আর স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের মদতে এই অপকর্ম চলছে প্রতিনিয়ত, নচেৎ প্রমোটাররা এতো দাপাদাপি করতে পারতো না।সমস্যার সমাধান না হলে এরপর আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ তরফে ভাইস চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
india
bengal
Durgapur
news
anmnews
bengalinews
promoter
latestnews
breakingnews
illigualconstruction
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate