নিজস্ব সংবাদদাতাঃ টুইটারের কর্মীদের দীর্ঘ সময় মন দিয়ে কাজ করার বাধ্যতামূলক শর্ত দিয়েছিলেন নতুন মালিক ইলন মাস্ক। সিদ্ধান্ত জানানোর শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার। তবে এতে কয়েক শ কর্মী রাজি হননি। এরপরই আগামী সোমবার নাগাদ সব অফিস বন্ধের সিদ্ধান্ত জানাল টুইটার। মাস্ক বলেছিলেন, শর্তে রাজি না হলে চাকরি ছেড়ে দিতে হবে। সেই পথেই হেঁটেছেন অনড় কয়েক শ কর্মী। চাকরি ছাড়ার পর হ্যাশট্যাগ ও ইমোজি ব্যবহার করে টুইটারেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে আসছেন তাঁরা। কর্মীদের অনেকে #LoveWhereYouWorked হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানান। কেউ কেউ স্যালুট ইমোজি দিয়ে কোম্পানি ছাড়ার কথা জানান। টুইটারের অফিসগুলো বন্ধ হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি বন্ধ হওয়ার পথে কিনা, এমন উদ্বেগের সৃষ্টি হয়েছে। এনিয়ে এক প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘সেরা মানুষগুলো থাকছেন, তাই আমি অতিমাত্রায় উদ্বিগ্ন নই।’ তবে আরেকটি টুইটে মৃত্যু বা বিপদ সংকেতের চিহ্নযুক্ত সমাধি ফলকের মিম পোস্ট করেন মাস্ক, যার ওপর রয়েছে টুইটারের লোগো।