হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে শুরু হল ইন্টারভিউ পর্ব

author-image
Harmeet
New Update
হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে শুরু হল ইন্টারভিউ পর্ব

নিজস্ব সংবাদদাতাঃ ৬ বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি পাচ্ছেন ৯২ জন। ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশ্নপত্র ভুল ছিল বলে অভিযোগ তুলে মামলা করেছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে ৬ নম্বর কম পাওয়ার জন্য যাঁরা সেই সময় টেট উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই অবশেষে নিয়োগ শুরু করল হাইকোর্ট। শুক্রবার সকালে ইন্টারভিউ দিতে পর্ষদের অফিসে পৌঁছালেন সেই ৯২ জন প্রার্থী। তাঁদের দাবি, পর্ষদের ভুল না হলে ২০১৭ সালেই চাকরি পেতেন তাঁরা। তবে এতদিন পর নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় বিচার ব্যবস্থার ওপর আস্থা ফিরছে তাঁদের।