New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এসডিও ও বিডিওকে মোটা মোটা চেয়ার বাদ দিয়ে কাঠের চেয়ারে বসাতে হবে।কাঠের চেয়ায়ে বসালে কাজ ভালো হবে। নিদান ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের। এসডিও তো এলাকাতে আসেনই না।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে ব্লকের প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। মূলত ডেবরা অডিটোরিয়াম হলে এলাকার উন্নয়ন সংক্রান্ত একটি প্রশাষনিক বৈঠক হয় গতকাল। যেখানে উপস্থিত ছিলেন জেলা শাষক আয়েষা রানি সহ ব্লক ও অঞ্চলের প্রশাষনিক আধিকারিকরা।আর সেই মিটিং শেষ হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিও ও বিডিওকে নিয়ে এমনটাই মন্তব্য করেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর।
BDO
latestnews
westmedinipur
sdo
bengalinews
debra
breakingnews
humayunkabir
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
debraauditorium
anmnews
news
bengal
atesharani
india
woodenchair
tmc