নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। ক্যালিফোর্নিয়ার ২৭তম কংগ্রেস আসনে জয়ের মধ্য নিম্নকক্ষে এখন তাদের আসন ২১৮। এর মধ্য দিয়ে কংগ্রেস বিভক্ত হয়ে পড়ল। কারণ, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা জয়ী হলেও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রয়ে গেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হাতে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট হয় ৮ নভেম্বর। রিপাবলিকানদের আশা ছিল, এই নির্বাচনে ‘লাল ঢেউ’ হবে। কংগ্রেসের দুই কক্ষেই তারা ভালো ব্যবধানে জয়ী হবে। কিন্তু তাদের প্রত্যাশামতো সেই ঢেউ আসেনি। সিনেটের নিয়ন্ত্রণ তো পেলই না, উল্টো প্রতিনিধি পরিষদে তারা জয়ী হলেও ডেমোক্র্যাটদের সঙ্গে তাদের আসন ব্যবধান খুব বেশি নয়। প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। এ পর্যন্ত ৪২৯টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ২১৮টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২১১টি আসন। আগামী জানুয়ারিতে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে রিপাবলিকানরা। ব্যবধান অল্প হলেও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিভিন্ন বিল আটকে দেওয়ার সুযোগ পাবে রিপাবলিকান পার্টি। এছাড়া ডেমোক্রেটিক পার্টি ও বাইডেনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে তাঁর প্রশাসন ও পরিবারের বিভিন্ন ইস্যু নিয়ে তদন্তের সুযোগ পাবে বিরোধী শিবির।