টিটিইর ধাক্কায় ট্রেনের নীচে পড়ে পা হারালেন সেনা সদস্য

author-image
Harmeet
New Update
টিটিইর ধাক্কায় ট্রেনের নীচে পড়ে পা হারালেন সেনা সদস্য

নিজস্ব সংবাদদাতা : বাদানুবাদের পর সেনা সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ টিকিট চেকার কথা টিটিইর বিরুদ্ধে। ধাক্কা কেয়ে চলন্ত ট্রেনের নীচে পড়েন সেনা সদস্য। এই ঘটনায় বাদ দিতে হয়েছে তার একটি পা। অবস্থা আশঙ্কাজনক।সরকারি সূত্রে খবর, সকালে বরেলি জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ২-এ সোনু নামে ওই সেনা সদস্যকে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে ধাক্কা দেওয়া হয়েছিল।ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) সুপন বোরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানান কর্মকর্তারা।উত্তর রেলওয়ের অধীনে মোরাদাবাদ বিভাগের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুধীর সিং বলেন, "আমরা সিসিটিভি ফুটেজ দেখছি।"রেল আধিকারিকদের মতে, টিকিট নিয়েই দুজনের মধ্যে তর্ক শুরু হয়। যার জল এতদূর গড়িয়েছে।