নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লীতে তৃতীয় 'নো মানি ফর টেরর' মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন। সেইসঙ্গে ফের একবার সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সন্ত্রাসবাদের বলি হয়েছে বহু প্রাণ। সন্ত্রাসে একজনের জীবনহানিও কাম্য নয়। সন্ত্রাসে কোনও অর্থ নয়। সন্ত্রাসবাদ সম্পর্কে অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে। আমাদের দেশ সন্ত্রাসের ভয়াবহতার মুখোমুখি হয়েছে বহুবার।'