মহিলা যাত্রীকে বাসস্টপে নামিয়ে ধর্ষণ কনডাক্টরের

author-image
Harmeet
New Update
মহিলা যাত্রীকে বাসস্টপে নামিয়ে ধর্ষণ কনডাক্টরের

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের শিবপুরীতে এক মহিলা যাত্রীকে ধর্ষণ করলো বাস কনডাক্টর। সেই মহিলা যাত্রীর যেখানে যাওয়ার কথা ছিল তিনি সেই জায়গাটা ঠিকমত চিনতেন না বলে বাসে উঠে কনডাক্টরের সাহায্য নিয়েছিলেন। কিন্তু ললিতপুর যাওয়ার পথে, তাকে শিবপুরীর এক বাসস্টপে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বাস কনডাক্টর। সেই মহিলার অভিযোগের পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে বাস কনডাক্টরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জেরার মুখে কনাডক্টর মহিলা যাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে। তাকে আদালতে তোলার পর, জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।