নিজস্ব সংবাদদাতাঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা চলমান বিক্ষোভকে ‘গৃহযুদ্ধে’ পরিণত করার ষড়যন্ত্র করছে। ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহশা আমিনি নামের নারীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, ইসরায়েল ও পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা, রাজনীতিক ইরানে গৃহযুদ্ধ সৃষ্টি এবং ধ্বংস ও বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে। তিনি আরও লিখেছেন, কিন্তু তাদের অবশ্যই জেনে রাখা উচিত ইরান লিবিয়া বা সুদান নয় এবং আমাদের জনগণের বিবেক তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।