New Update
নিজস্ব সংবাদদাতাঃ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত পিংলা থানা মহাবিদ্যালয়ে কমার্স ডিপার্টমেন্ট ও NAAC টিমের উদ্যোগে শুরু হলো ৬ দিনের এক বিশেষ প্রশিক্ষন কোর্স। এই কোর্সের শুভ সূচনা করেন পিংলা থানা মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র। কেবলমাত্র কলেজের ছাত্র-ছাত্রীরা নয়, প্রত্যন্ত পিংলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন ব্লকের প্রায় শতাধিক কর্ম উদ্যোগী যুবক যুবতীরা এই প্রশিক্ষন শিবিরে অংশগ্রহণ করেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রামবাংলার কর্ম উদ্যোগী যুবক যুবতীরা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিলেও, সঠিক পদ্ধতিতে ব্যবসা করা সম্পর্কে সঠিক ধারণা কমবেশী অনেকের অজানা। এদিনের এই প্রশিক্ষন শিবির থেকে GST ফাইল, IT রিটার্ন, ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর হাতে কলেমে প্রশিক্ষন দেন বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা। আগামী ২২ শে নভেম্বর ২০২২ পর্যন্ত এই প্রশিক্ষন শিবির চলবে। প্রশিক্ষন শেষে প্রতিটি প্রশিক্ষন প্রাপ্তদের হাতে মূল্যায়ন পত্র তুলে দেওয়া হবে যা আগামীতে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে বলে জানান কলেজের অধ্যক্ষ ডঃ চন্দ্র।
অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র বলেন- " প্রত্যন্ত গ্রামাঞ্চলের কর্ম উদ্যোগী বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রশিক্ষন কলেজের পক্ষ থেকে আগামীতেও দেওয়া হবে। প্রশিক্ষন প্রাপ্তরা আগামীতে যাতে আরও বেশ কিছু বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান করে দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য।" এই প্রশিক্ষন শিবিরে আজকে যারা উপস্থিত ছিলেন বা পরবর্তী দিনে থাকবেন তারা হলেন- ইনকাম ট্যাক্স আধিকারিক অমল সামন্ত, অ্যাসিস্টেন্ট প্রফেসার ইন কমার্স, কন্টাই পি কে কলেজ, ডঃ তমাল বসু। ডেপুটি কমিশনার অফ রেভিউনিউ, পশ্চিমবঙ্গ সরকারের পরাগ মুখার্জী। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের Assistant prof. In business administration Prof. সৌরাশিস রাউৎ সহ একাধিক প্রশিক্ষক।
trending news
paschim medinipur
medinipur
college
bengali news
west bengal
latest news
pingla
gst
training
it