নিজস্ব সংবাদদাতাঃ চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের নিয়োগ ইঙ্গিত দেয় যে বৈশ্বিক রাজনীতিতে বেইজিংয়ের দমনমূলক নীতিগুলো অব্যাহত থাকবে কারণ এই জাতীয় নীতিগুলো শি-এর বৈশ্বিক এজেন্ডার মূলে রয়েছে। চীন সামরিক ও অর্থনৈতিক জবরদস্তি চালিয়ে যাচ্ছে, যদিও কোভিড -১৯ রাজনীতির প্রচলিত উপায়গুলোকে ব্যাহত করেছে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজন। জানা গিয়েছে, 'চীনা জবরদস্তি' এর তীব্রতা ও পরিধি বাড়িয়েছে। তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের দেশগুলোকে 'চীনের জঘন্য আচরণের শিকার' হিসেবে অভিহিত করা হয়েছে।