তৃতীয় মেয়াদে শি জিনপিং, বিশ্ব রাজনীতিতে চীনের দমনমূলক নীতি অব্যাহত

author-image
Harmeet
New Update
তৃতীয় মেয়াদে শি জিনপিং, বিশ্ব রাজনীতিতে চীনের দমনমূলক নীতি অব্যাহত

নিজস্ব সংবাদদাতাঃ চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের নিয়োগ ইঙ্গিত দেয় যে বৈশ্বিক রাজনীতিতে বেইজিংয়ের দমনমূলক নীতিগুলো অব্যাহত থাকবে কারণ এই জাতীয় নীতিগুলো শি-এর বৈশ্বিক এজেন্ডার মূলে রয়েছে। চীন সামরিক ও অর্থনৈতিক জবরদস্তি চালিয়ে যাচ্ছে, যদিও কোভিড -১৯ রাজনীতির প্রচলিত উপায়গুলোকে ব্যাহত করেছে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজন। জানা গিয়েছে, 'চীনা জবরদস্তি' এর তীব্রতা ও পরিধি বাড়িয়েছে। তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের দেশগুলোকে 'চীনের জঘন্য আচরণের শিকার' হিসেবে অভিহিত করা হয়েছে।