New Update
নিজস্ব সংবাদদাতা : গুরুতর অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। উত্তরবঙ্গ সফরের জন্য এ রাজ্যে এসেছেন তিনি। বৃহস্পতিবার শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত দীর্ঘ একটি রাস্তার শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে চলছিল সেই অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চেই অসুস্থ বোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। অসুস্থ বোধ করায় মঞ্চ থেকে নামিয়ে মঞ্চের পাশে গ্রিন রুমে নিয়ে যাওয়া হয় গড়কড়কে। ডাকা হয় চিকিৎসক।সেখানেই তাকে স্যালাইন দেওয়া হচ্ছে বলে খবর। গড়কড়ির অসুস্থতার কারণে তড়ঘড়ি বন্ধ করে দেওয়া হয় রাস্তার শিলান্যাসের অনুষ্ঠান। পরে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। মাটিগাড়ায় তার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে রয়েছেন চিকিৎসকও।
latestnews
bengalinews
breakingnews
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
road
sevakcant
datjeeling
nitingadkari
rajubista
anmnews
news
bengal
siliguri
india
bjp