নিজস্ব সংবাদদাতাঃ ন্যাটোতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন, মঙ্গলবার পোলিশ ভূখণ্ডে আঘাত হানা প্রাণঘাতী ক্ষেপণাস্ত্রের পর 'চূড়ান্ত দায়িত্ব রাশিয়ার' ওপর বর্তায়। রাষ্ট্রদূত টমাসজ স্জাতকোভস্কি বলেন, 'রাশিয়া যদি ইউক্রেনে হামলা না করে এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যুদ্ধাপরাধে লিপ্ত না হতো তাহলে এ ঘটনা ঘটতো না।' তিনি বলেন, "চূড়ান্ত দায়িত্ব রাশিয়ার।" এই ঘটনার পর পোলিশ জনগণ কেমন অনুভব করছে জানতে চাইলে, স্জাতকোভস্কি বলেন, "একটি নির্দিষ্ট মাত্রার আশঙ্কা।" তিনি বলেন, 'জনগণকে আশ্বস্ত করার জন্য কর্তৃপক্ষ অনেক কিছু করছে।'