New Update
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : বুধবারের পর ফের বৃহস্পতিবার সকালে, পরপর দুদিন কেশপুরে উদ্ধার বোমা। কেশপুর থানার ৮ নং অঞ্চলের চরকা এলাকায় একটি জঙ্গল থেকে প্লাস্টিকের বালতিতে বালির মধ্যে ওই বোমা গুলি রাখা রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। সবগুলোই সক্রিয় বলেই দাবি স্থানীয়দের।
বুধবার সকালে চরকা গ্রামে বোমা রাখার ঘটনার পর বুধবার বিকেলে কেশপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল থেকে জেলা তৃণমূল কংগ্রেসের কর্ডিনেটর অজিত মাইতি জানান যদি কেউ এই ঘটনায় দলের লোক জড়িত থাকে তারাও রেয়াত পাবে না। পাশাপাশি তিনি পুলিশকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। তারপর বৃহস্পতিবার সকালে একটি নির্জন এলাকায় কেউ বা কারা গভীর রাতে ওই বোমা-গুলি রেখে গিয়েছে। যদিও কোথা থেকে আসলো এই বোমা সে বিষয়ে কিছু জানা যায়নি এখনো। ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড। অতপর বোম গুলি নিষ্ক্রিয় করা হয়।
tmc
india
bengal
keshpur
bomb
news
anmnews
bengalinews
latestnews
ajitmaity
breakingnews
westmedinipur
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate