New Update
হরি ঘোষ, দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ও মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে মামরা বাজার থেকে একটি ব়্যালির আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি তুহিন চৌধুরী, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মন্ডল সহ পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা। ব়্যালিতে বলা হয়, 'সাবধানে গাড়ি চালান। ইয়ারফোন ইউজ করবেন না ও মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।' মামরা বাজার থেকে শুরু করে এম এ এম সি টাউনশিপের বিভিন্ন এলাকা ঘুরে এরিয়ান ক্লাবের মাঠে শেষ হয় ট্রাফিক সচেতনতার এই ব়্যালিটি।
latestnews
bengalinews
breakingnews
safedrivesafelife
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
anmnews
news
bengal
tuhinchoudhury
india
arindammandal
bewtownshippolicestation
awarenessrallu